Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩৪

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারের ডাকাতের হাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতার মো. সাদেক (৪১) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকার মো. খায়রুজ্জামানের ছেলে। আগে একই মামলায় প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার মধ্যরাতে সাদেককে গ্রেফতারের তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটেলিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

র‌্যাব জানিয়েছে, লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি সাদেক। তানজিম হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

আবুল কালাম বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার হত্যার ঘটনায় দায়ের মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ভোরে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় এজাহারভুক্ত এক আসামি অবস্থান করছে বলে খবর পায় আভিযানিক দল। পরে যৌথ বাহিনীর সদস্যদের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদেককে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এর আগে গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

আসামি গ্রেফতার কক্সবাজার তানজিম ছারোয়ার নির্জন র‍্যাব লেফটেন্যান্ট তানজিম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর