Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ কর্মীর হাঁসুয়ার কোপে প্রাণ গেল বিএনপি কর্মীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩০

পুলিশের হাতে আটক অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলী। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহীতে এক আওয়ামী লীগ কর্মীর হাঁসুয়ার কোপে সাদ্দাম হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সাদ্দামের ভাই বুলবুল (৪৫)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জেলার মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। সাদ্দামের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে পুলিশ জানায়।

বিজ্ঞাপন

নিহত বিএনপি কর্মী সাদ্দাম হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে। আটক একসার আলী একই এলাকার আয়েন উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিষয় নিয়ে আওয়ামী লীগ কর্মী একসার আলীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো বিএনপির সমর্থক বুলবুলের। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে সাদ্দামের বুকে কোপ দেন। সাদ্দাম মাটিতে লুটিয়ে পড়লে তাকে রক্ষায় এগিয়ে যান বড় ভাই বুলবুল। তিনিও আঘাত পান।

স্থানীয়রা সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন। পরে আহত বুলবুলকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ঘটনার পরই অভিযুক্ত একসার আলীকে আটক করা হয়েছে। নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক পাঠানো হবে। এ ঘটনায় মামলা হবে।

সারাবাংলা/টিআর

আওয়ামী লীগ কর্মী রাজশাহী হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর