Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে সশরীরে ক্লাস শুরু ৬ অক্টোবর

চবি করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৬ অক্টোবর থেকে সশরীরে শ্রেণিকক্ষে পঠদান চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। চবি উপউপাচার্য (শিক্ষা) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে অধ্যাপক শামীম উদ্দীন খান সারাবাংলাকে বলেন, ‘৬ অক্টোবর সশরীরে ক্লাস চালু হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চার দিন হলে সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ১৭ জুলাই হল বন্ধের ঘোষণা দিয়েছিল চবি প্রশাসন। এর আগে থেকেই শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর শেষ পর্যন্ত শিক্ষা কার্যক্রমে ফিরতে যাচ্ছে চবি।

সারাবাংলা/এমআর/টিআর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শ্রেণিকক্ষে পাঠদান সশরীরে পাঠদান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর