ই-রিটার্ন দাখিল করলেন ৩৪ হাজার করদাতা
সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:২৮
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:২৮
ঢাকা: অনলাইনে ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। নতুন করবর্ষে এরই মধ্যে ৩৪ হাজার করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি। গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন। ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ দিনে অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।
সারাবাংলা/ইএইচটি/টিআর