Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা চার্জে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দম্পতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৪

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে নিজ বাড়িতে অটোরিকশা চার্জ থেকে খুলতে গিয়ে প্রথমে স্বামী ও পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডল বাজারে এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন— ওই গ্রামের অটোরিকশাচালক বিধান চন্দ্র ও তার স্ত্রী কমলা রানী।

প্রতিবেশীরা জানান, সকালে চার্জ থেকে অটোরিকশার লাইন খুলতে যান বিধান চন্দ্র। এ সময় বিদ্যুতের সংযোগ শরীর স্পর্শ করলে তিনি চিৎকার দিয়ে পড়ে যান। চিৎকার শুনে স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সাদাল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিজ বাড়িতেই অটোরিকশা চার্জ দিয়েছিলেন বিধান চন্দ্র। চার্জ থেকে রিকশা খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ও তার স্ত্রী মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি সৎকারের জন্য পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিআর

গাইবান্ধা দম্পতির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর