Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলাবতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৮

নরসিংদী: জেলার বেলাবতে সড়ক দুর্ঘটনায় মিঠুন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার খামারের চর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মিজান মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মিঠুন বাড়ি থেকে মামার বাড়ি বারৈচা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে তিনি ঢাকা-সিলেট মহাসড়কের খামারের চর ব্রিজ এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মারা যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, ‘কোন গাড়ির চাপায় মিঠুন মারা গেছে তা জানা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মিজান মিয়া বাদী হয়ে ভৈরব হাইওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।’

সারাবাংলা/পিটিএম

বেলাব যুবক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর