Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে সাকিবের টি-২০ ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৩

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন, টি-২০ ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন তিনি। গত বিশ্বকাপেই নিজের শেষ টি-২০ খেলে ফেলেছেন বলেই নিশ্চিত করেছেন সাকিব। চলুন দেখে নেওয়া যাক সাকিবের ১৮ বছরের টি-২০ ক্যারিয়ারের এক ঝলক।

অবসরের ঘোষণা দিলেন সাকিব 

২০০৬ সালে খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু সাকিবের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের পথচলা। সেই ম্যাচে ব্যাট হাতে সাকিব করেছিলেন ২৬ রান। ৪ ওভার বোলিং করে ৩১ রানে সাকিব নিয়েছিলেন ১ উইকেট। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ১৮ বছর। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে শেষবারের মতো এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন সাকিব। কিংসটনে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ব্যাট হাতে সাকিব ফিরেছেন শূন্য রানে। বোলিংয়ে নেমে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি।

May be an image of ‎1 person and ‎text that says '‎माकिਰ আল হাসন -20 ਨরਿਦਰ ম্যাচ ቶ রান ১২৯ গড় ২৫৫১ স্ট্রাইক রেট ২৩.১৯ সর্বোচ্চ ১২১.১৮ ช8 ম্যাচ বলিং BANGLADESH AANGLADSN উইকেট ১২৯ กอเอาะล sarabangla.net গড় ১৪৯ ইকোনোমি ২০.৯১ সেরা ناستتي ৬.৮১ ৫/২০‎'‎‎

বাংলাদেশের জার্সি গায়ে দীর্ঘ টি-২০ ক্যারিয়ারে সাকিব খেলেছেন মোট ১২৯টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ২৫৫১ রান। সর্বোচ্চ রান ৮৪, ব্যাটিং গড় ২৩.১৯। বল হাতে সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট। সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুইবার। তার বোলিং গড় ২০.৯১।

ব্যাটে-বলে টি-২০ ক্রিকেটে সাকিবই সেরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট তারই। এই ফরম্যাটে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরিও সাকিবের। সবচেয়ে বেশি ম্যাচসেরাও হয়েছেন সাকিব।

সাকিব তার আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে সবচেয়ে বেশি (১৫টি) ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে টি-২০ তে সাকিব সবচেয়ে বেশি ৩৬০ রান করেছেন পাকিস্তানের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ২১টি করে উইকেট নিয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অবসর টি-২০ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর