গেতাফেকে হারিয়ে বার্সার সাতে সাত
২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩
লা লিগায় মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। লিগে অপ্রতিরোধ্য বার্সার জয়রথ যেন ছুটছেই। ঘরের মাঠে রবার্ট লেভানডস্কির একমাত্র গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা ৭ ম্যাচে জয় পেল বার্সা। লিগে টানা ৭ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরু থেকে বার্সা রক্ষণভাগকে বেশ নাজেহাল করেছিল গেতাফে ফরোয়ার্ডরা। দারুণ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। স্রোতের বিপরীতে ১৯ মিনিটে এগিয়ে যায় বার্সাই। কুন্দের পাসে বল পেয়ে জোরালো শটে বল জালে জড়ান লেভানডস্কি। এটি এই মৌসুমে লিগে তার ৭ম গোল।
গোলের পর আক্রমণের ধার বাড়ায় বার্সা। রাফিনহা, ইয়ামাল দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন। ৩৩ মিনিটে লেভানডস্কির শট রুখে দেন গেতাফে কিপার। এক গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধেও দাপটের সাথে খেলেছে বার্সেলোনা। ইয়ামাল, লেভানডস্কিদের বারবারই হতাশ করেছেন গেতাফে কিপার সোরিয়া। ৬৮ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করেছেন লেভানডস্কি। ৮২ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেছেন রাফিনহা। শেষ পর্যন্ত লেভানডস্কির ওই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এফএম