Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষিকাকে ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকার নির্দেশ

ঢাবি করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৪

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের দুই শিক্ষিকাকে ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুলওয়ালী। ওই ২ শিক্ষিকা হলেন- ড. রেবেকা সুলতানা ও সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরী।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধ্যাপক ড. মোসাম্মৎ রেবেকা সুলতানা ও সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরী বিভাগের ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩তম ব্যাচ থেকে ১৭তম ব্যাচ পর্যন্ত ক্লাস, পরীক্ষা সংক্রান্ত কার্যাবলি এবং কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন এবং আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে বিভাগের যথারীতি সব ক্লাস অনুষ্ঠিত হবে।

বিভাগ সূত্রে জানা গেছে, ড. রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন। এছাড়া রেবেকা সুলতানার বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি দেওয়া ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এসেছে।

এছাড়া মন্দিরা চৌধুরীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তি ও ইসলামোফোবিক কথাবার্তা বলার অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর