কোষাধ্যক্ষকে নিয়ে সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত: জবি সাদা দল
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৪
‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, সমালোচনার ঝড়’ শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জবি সাদা দলের দফতর সম্পাদক মেজবাহুল আজম সওদাগরের সই করা এক চিঠিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির ব্যাক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করলেও একটি অনলাইন পোর্টাল খবর প্রকাশ করে যে সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন ও ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ চাপ প্রয়োগ করে তাকে পদত্যাগে বাধ্য করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল মনে করে, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট সংবাদ।
মানহানি ও সাদা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ সংবাদ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে জবি সাদা দল বলছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাদা দল মনে করে যে বৈষম্যহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাইর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের বীর সেনানী সাদা দলের শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত করার অর্থ হলো জগন্নাথের অগ্রযাত্রাকে রুদ্ধ করে দেওয়া।
এ ধরনের হীন তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জবি সাদা দল।
সারাবাংলা/টিআর