সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই
স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন রুহুল আমিন গাজী।’
রুহুল আমিন গাজী দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন।
জানা গেছে, রুহুল আমিন গাজীকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
সারাবাংলা/জিএস/পিটিএম