Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন রুহুল আমিন গাজী।’

রুহুল আমিন গাজী দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন।

জানা গেছে, রুহুল আমিন গাজীকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ মারা গেছেন রুহুল আমিন গাজী সাংবাদিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর