Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ার কারসাজি করায় সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০১

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় আওয়ামী লীগের সাবেক এমপি, ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসি’র ৯২৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সভায় শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বিনিয়োগকারী মো. আবুল খায়ের হিরুকে ২৫ লাখ, ‘এশাল কমিউনিকেশন লিমিটেড’কে ৭৫ লাখ ও মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযোগে আবুল কালাম মাতবর ও ‘লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজ’কে যথাক্রমে ১০ লাখ ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর মো. জাহেদ কামালকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।

সারাবাংলা/জিএস/ইআ/এমও

পুঁজিবাজার শেয়ার কারসাজি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর