Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়েবি মামলা: জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫২

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গায়েবি মামলা দায়ের করার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে গায়েবি মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৈমুর আলম খোন্দকার এ রিট দায়ের করেছেন।

বিজ্ঞাপন

গায়েবি মামলা সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট আবেদন দায়ের করা হয়েছে।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

গায়েবি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর