Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর ঘোষণা করতে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৩

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র গত জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র গত জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

গণঅভ্যুত্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর