Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হাতির আক্রমণে নারীসহ ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব বৈরাগ খোশাল তালুকদারের বাড়িতে পৃথক এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- মো. কাশেম (৬০) ও রেহেনা আক্তার (৩৮)। এরমধ্যে নিহত দুলাল দিনমজুরের কাজ করতেন। তিনি বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক চার নম্বর ওয়ার্ডের উত্তর গুয়াপঞ্চক শাহ আহমদ বাড়ির বাসিন্দা। অন্যদিকে নিহত রেহেনা আক্তার পূর্ব বৈরাগ খোশাল তালুকদারের বাড়ির মো. আকতারের স্ত্রী।

আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন সারাবাংলাকে জানান, খাবারের সন্ধানে আসা একপাল হাতি আশ্রয়ণ প্রকল্পে আক্রমণ করলে দুলাল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এরপর হাতির পালটি সেখান থেকে বের হয়ে পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়িতে গিয়ে আক্রমণ করে। এ সময় রেহেনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরিবারকে সহযোগিতা করা হবে।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম হাতির আক্রমণে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর