লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলা, নিহত বেড়ে ৪৯২
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪২
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪২
লেবাননজুড়ে নজিরবিহীন বিমান হামলা চালিযেছে ইসরাইল। তাদের হামলায় এরইমধ্যে ৪৯২ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের (২৩ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় ৩৫ শিশুসহ অন্তত ৪৯২ জন নিহত এবং এক হাজার ৬৪৫ জন আহত হয়েছেন। ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর দেশটিতে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা গেলেন।
প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইইসরাইলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা।
এদিকে আরব রাষ্ট্রগুলো হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান সহিংসতা জোরদারের জন্য ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে।
সারাবাংলা/ইআ