কানপুর টেস্টে ‘কালো পিচে’ থাকবে স্পিনারদের দাপট?
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৫
চেন্নাই টেস্টের লাল মাটির পিচ নিয়ে ম্যাচের আগে থেকেই ছিল নানা আলোচনা। বাংলাদেশ-ভারত দুই দলই ৩ পেসার নিয়ে মাঠে নেমেছিল। ম্যাচের শুরুতে পেসারদের দাপট দেখা গেলেও শেষভাগে বাজিমাত করেছেন ভারতীয় স্পিনাররাই। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে গুঞ্জন উঠেছে, এই ভেন্যুতে দেখা যাবে কালো মাটির পিচ। আর এই কালো পিচে শুরু থেকেই দেখা যাবে স্পিনারদের দাপট।
প্রথম টেস্টের মতো কানপুর টেস্টের আগেও আলোচনায় এসেছে পিচ। ভারতীয় গণমাধ্যম বলছে, কানপুরের পিচ হবে কালো মাটির। ম্যাচের শুরু থেকেই পিচে ধীরগতি থাকবে, থাকবে অসমান বাউন্সও। আর এতেই ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে স্পিনারদের হাতে। দুই দলে তাই দেখা যেতে পারে বাড়তি একজন স্পিনার। আগের ম্যাচে দুই দল ২ জন স্পিনার নামালেও এবার দুই দলে ৩ স্পিনার দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলেই জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
ভারতীয় স্কোয়াডে মোহাম্মদ সিরাজ ও আকাশদীপের মাঝে বাদ পড়তে পারেন একজন পেসার। দলে ঢুকতে পারেন স্পিনার আক্সার প্যাটেল কিংবা কুলদিপ যাদব। বাংলাদেশ দলের একাদশে দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন একজন পেসার।
কানপুরে সবশেষ টেস্ট হয়েছিল ২০২১ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ভারতের একাদশে ছিলেন তিন স্পিনার। তবে স্পিনারদের আধিপত্যের মাঝেও ব্যাটাররা রান তুলেছেন স্বস্তিতে। ভারতের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার।
আগামী ২৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-ভারত।
সারাবাংলা/এফএম