কক্সবাজারে অভিযানকালে গুলিতে লেফটেন্যান্ট তানজিম নিহত
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে তিনটায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে তিনি মারা যান।
ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করছিল। এসময় ডাকাত দলের সর্দার হেলাল, সদস্য জিয়াবুল ও বেলালকে আটক করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের গুলিতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত সাড়ে তিনটায় সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়, একপর্যায়ে ডাকাতরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিম। কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’
সারাবাংলা/এমও