Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের তীব্র প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯

পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এদিন ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদলিপির মাধ্যমে মন্ত্রণালয় এ প্রতিবাদ জানায়।

বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ক্তব্যকে অশোভন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দু’টি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরের সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে যে অশোভন মন্তব্য করেছেন এর বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্য নিয়ে বিজ্ঞপ্তিতে অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইস‌ঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ‌্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২১ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে বিজেপির নির্বাচনি এক সমাবেশে দেওয়া বক্তৃতায় অমিত শাহ বলেন, ‘ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।’ এ সময় তিনি ঝাড়খন্ডে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই জমি আদিবাসীদের। কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশ হয়েছে। অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ‘ভোট ব্যাংক’ হওয়ায় এখানকার সরকার নিজের মানুষদের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে কাজ করছে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ প্রতিবাদ বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর