Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডে বিনামূল্যে খাবার পাবে সবাই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩

ঢাকা: আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে বিনামূল্যে খাদ্য পাবে সবাই— এমন প্রতিশ্রুতই দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আভাস দেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় হতাহত পরিবারের সদস্যদের সহযোগিতা প্রদান উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপি এ গণসমাবেশ আয়োজন করে।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, “আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি। দেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পরিবারের ‘মা’ অথবা ‘গৃহিণী’র নামে এই কার্ড দেওয়া হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ড পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতরা এর আওতায় আসবেন।”

তারেক বলেন, ‘‘ফ্যামিলি কার্ড’ সবাই পাবেন। কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন হলেও পরবর্তী সময় সবাই এটি পাবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চার জন বিবেচনায় এই কার্ড বিতরণ করা হবে।’’

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের শহিদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

খাবার টপ নিউজ ফ্যামিলি কার্ড বিএনপি বিনামূল্যে খাবর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর