Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৬

ঢাকা: পার্বত্য তিন জেলায় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, যে কোনো মূল্যে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এ জন্য পাহাড়ি, বাঙালি ও প্রশাসনকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জাপার বনানী কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টি ও জাতীয় হকার্স পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

জিএম কাদের বলেন, সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশি, আমরা ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা পার্বত্য এলাকার পর্যটন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনাকে নস্যাৎ হতে দিতে পারি না।

এ সময় সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার অনুরোধ জানান তিনি।

জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় হকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজাম।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, প্রেসিডিয়াম সদস্য মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান, চেয়ারম্যানের উপদেষ্টা মাইনুর রাব্বী চৌধুরী রুম্মন, সম্পাদকমন্ডলীর সদস্য হুমায়ুন আহমেদ খান ও এমএ রাজ্জাক খানসহ অনান্যরা।

সারাবাংলা/এএইচএইচ/ইআ

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি (জাপা)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর