Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসাছাত্র গুলিবিদ্ধ: হাছান-নওফেলের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৭

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক মাদরাসাছাত্র গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) নগর পুলিশের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া মো. সুজন (১৪) নামে ওই মাদরাসা ছাত্রের মামা মোহাম্মদ রিদুওয়ান। সুজন নগরীর চান্দগাঁও এলাকার আল জামিরুল হায়াত মাদরাসায় পড়াশোনা করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য অভিযুক্তরা হলেন- নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বিকেলে সুজন মাদরাসা থেকে বাসায় ফিরছিলেন। সুজন মুরাদপুর এলাকার এন মোহাম্মদ প্লাষ্টিক শো- রুমের সামনে পৌঁছালে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে অভিযুক্তদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সেখানে গোলাগুলি শুরু হয়। ওই সময় ঘটনাস্থলে থাকা মাদরাসা ছাত্র সুজন তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন এবং অনেক পথচারী আহত হন। পরে সুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে অপারেশন করে তার পায়ের গুলি বের করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান সারাবাংলাকে জানান, এক মাদরাসা ছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

গুলিবিদ্ধ মহিবুল হাসান চৌধুরী নওফেল মাদরাসাছাত্র হাছান মাহমুদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর