মোহাম্মদপুরে জোড়া খুন: পিচ্চি হেলালসহ ৬ জনের নামে মামলা
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩৭
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান আড়তের সামনে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অন্য আসামিরা হলেন, রাহুল (২২), শাহরুখ (২৩), রয়েল (২৫), পারভেজ (২৩), ইমন ওরফে এ্যালেক্স ইমন (২৭)। তবে হত্যায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ওসি আলী ইফতেখার বলেন, ‘মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানা দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।’
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রায়েরবাজার সাদেক খান আড়তের সামনে দুই যুবককে কুপিয়ে খুন করা হয়। শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নির্দেশে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে হত্যা করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ২৪ বছর পর শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল জেল থেকে ছাড়া পান। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।
ইমন ওরফে এ্যালেক্স ইমনের নামে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহত মুন্নার নামেও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। নিহত নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও রাজমিস্ত্রির কাজ করতো।
উল্লেখ্য, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাদেক খান আড়তের সামনে দুই গ্রুপের সংঘর্ষে এলোপাতাড়ি কুপিয়ে নাসির ও মুন্নাকে জখম করে দুর্বৃত্তরা। পরে নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মুন্নাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সারাবাংলা/ইউজে/এমও