Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশিমপুর থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৪

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: র‌্যাব

কিশোরগঞ্জ: গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

শাহ আলম কিশোরগঞ্জের গাইটাল নয়াপাড়া এলাকার ফালু মিয়ার ছেলে। তিন বছরের এক শিশুকে ধষর্ণের পর হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছিলেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট শাহ আলম পালিয়ে যান। দেড় মাস পর কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হলো তাকে। গ্রেফতারের পর শাহ আলমকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশের তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া জানান, আসামি শাহ আলমকে কাশিমপুর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/টিআর

কাশিমপুর কারাগার কিশোরগঞ্জ গাজীপুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর