Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৮ মিনিটের গোলে জয়বঞ্চিত আর্সেনাল, শীর্ষে ফিরল সিটি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯

প্রিমিয়ার লিগে টানা ৪ ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি। উড়তে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার তাদের মাঠেই প্রায় হারিয়ে দিয়েছিল আর্সেনাল। ৯৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকলেও ৯৮তম মিনিটের গোলে ম্যাচে সমতা এনেছে সিটিজেনরা। ইতিহাদে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল। এই ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে সিটি।

ইতিহাদে মাত্র ৯ মিনিটের মাঝেই এগিয়ে যায় সিটি। স্যাভিওর দারুণ এক পাসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আরলিং হালান্ড। এটি সিটির হয়ে তার ১০০তম গোল। মাত্র ১০৫ ম্যাচেই এই কীর্তি গড়লেন তিনি। ১৪ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারত সিটি। স্যাভিনহোর শট পোস্টে লেগে ফিরে আসলে সেটা হয়নি।

বিজ্ঞাপন

২২ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় আর্সেনাল। মার্টিনালের অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে আর্সেনালকে স্বস্তির গোল এনে দেন ক্যাফিওরি। হাফ টাইমের ঠিক আগে আর্সেনালকে লিড এনে দেন মাঘায়েস। বক্সের বাইরে বল পেয়ে দারুণ এক চিপে এডারসনকে বোকা বানান তিনি। বিরতিতে যাওয়ার আগে ত্রোসা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে সিটির বেশ কিছু আক্রমণ দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন আর্সেনাল কিপার রায়া। তার বীরত্বেই ৯৭  মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল আর্সেনাল। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে আর্সেনালকে কাঁদিয়ে সমতায় ফেরে সিটি। ম্যাচের শেষ শটে জন স্টোনসের গোলে উল্লাসে ভাসে সিটি।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই খুশি থাকতে হয় দুই দলকে। এই ড্রয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে শীর্ষে ফিরল সিটি। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আর্সেনাল প্রিমিয়ার লীগ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর