শাজাহানপুরে জোড়া খুন
২২ সেপ্টেম্বর ২০২৪ ২২:১১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫
বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি সাগর তালুকদার ওরফে টোকাই সাগরসহ দু’জন কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অপরজন হলেন স্বপন ইসলাম। তিনি সাগরের সহযোগী ছিলেন।
জানা গেছে, সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার বাসিন্দা। তার সহযোগী স্বপন একই এলাকার।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা, চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে খুন করে।
এর আগেও, শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী মেহেদী হাসান বাবু এবং প্রভাষক পারভেজকে খুন করে দুর্বৃত্তরা।
সারাবাংলা/পিটিএম