গাজীপুরে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩০
গাজীপুর: গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বিক্ষোভ শুরু করে তারা।
শ্রমিকরা জানায়, বিভিন্ন সময় গাজীপুরের বাঘের বাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি দাবি জানিয়ে আসছিলেন। রোববার সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন দখল করে রাখেন।
এতে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
সারাবাংলা/ইআ