Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সরব হলো ছাত্রলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩০

ঢাকা: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরব হলো বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর গণমাধ্যমে তারা কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠাননি। অবশেষ আজ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাল বাংলাদেশ ছাত্রলীগ।

সারাবাংলা/এনআর/ইআ

বাংলাদেশ ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর