Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: চট্টগ্রামে প্রাণ গেল আরও ১ জনের

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত আবুল হোসাইন (৩৭) নোয়াখালী জেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত আবুলকে গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। ১১ দিন পর শনিবার (১১ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে আবুলের ‘ডেঙ্গু শক সিনড্রোম ও শ্বাসযন্ত্রের সংক্রমণ’ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১১ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, চারজন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ২৫ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে চট্টগ্রামে মোট ১ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭১ জন মহানগরে এবং ৪৮০ জন উপজেলায়। চলতি সেপ্টেম্বরের ২২ দিনে ৫৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন এবং জুলাইয়ে ১৯৮ জন ও আগস্টে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে মারা গেছে ১৩ জন। এদের মধ্যে তিনজন পুরুষ, আটজন নারী এবং দুই শিশু।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর