Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজছেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯

চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের দাপটে দুই ইনিংসেই দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, এমন বড় ব্যবধানের হারের পরেও ম্যাচে ইতিবাচক দিক খুঁজতে চান তিনি। বিশেষ করে প্রথম ইনিংসে বাংলাদেশি পেসারদের সাফল্যই এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলে মানছেন শান্ত।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে জিতে বোলিং নিয়েছিলেন শান্ত। প্রথম ইনিংসের শুরুতেই হাসান মাহমুদের গতির তোপে দিশেহারা ছিল ভারত। ১৪৪ রানের মাঝেই ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই ইনিংসে ৫ উইকেটও পেয়েছিলেন হাসান। পুরো ম্যাচজুড়েই হাসান, তাসকিন ও নাহিদের বোলিং আলাদাভাবে নজর কেড়েছে চেন্নাইয়ের লাল মাটির পিচে।

ম্যাচ শেষে শান্ত জানিয়েছেন, তিন পেসারের সাফল্যকেই বড় করে দেখছেন তিনি, ‘এই ম্যাচে ইতিবাচক দিক হচ্ছে প্রথম ইনিংসে হাসান, তাসকিন ও নাহিদের বোলিং। ভারত দারুণ ব্যাটিং করেছে। আমাদের পেসাররা সম্মিলিতভাবে ভালো বোলিং করেছে। বিশেষ করে নতুন বলে তাদের পারফরম্যান্স সত্যি দারুণ ছিল।’

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন শান্ত। শান্ত জানালেন, দলের হয়ে যতটা সম্ভব লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি, ‘আমি সবসময়ই ব্যাট হাতে অবদান রাখতে চাই। ব্যাটিংটা আমি উপভোগ করি। যতক্ষণ সম্ভব আমি ক্রিজে থাকতে চাই। এটা আমরা সবাই চাই আসলে।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর