সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৫ দিনের রিমান্ডে
স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:২৯
২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:২৯
ঢাকা: বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রফিকুল ইসলাম নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ আদেশ দেন।
এদিন তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।
সারাবাংলা/কেআইএফ/ইআ