বড় জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল
২২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯
লা লিগার শুরুতেই কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার থেকে খানিকটা পিছিয়ে পড়েছিলেন তারা। তবে ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনছে। সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলের বিপক্ষে পিছিয়ে পড়েও ভিনিসিয়াস-এমবাপে-রদ্রিগোর গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ে শীর্ষে থাকা বার্সার সাথে পয়েন্ট ব্যবধান ১ এ নিয়ে এসেছে রিয়াল।
ঘরের মাঠে প্রথমার্ধে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। এস্পানিওলও রিয়াল রক্ষণভাগের পরীক্ষা নিতে পারেনি। গোলশূন্যভাবেই তাই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। ৫৪ মিনিটে রিয়াল কিপার কোর্তোয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় এস্পানিওল। পিছিয়ে পড়েই যেন জেগে ওঠে রিয়াল আক্রমণভাগ। ৪ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় তারা। বেলিংহামের বাড়ানো বলে গোল করেন দানি কারভাহাল।
৭৫ মিনিটে রিয়ালকে লিড এনে দেন রদ্রিগো। ভিনিসিয়াসের দারুণ এক অ্যাসিস্টে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। ৭৮ মিনিটে লিড আরো বাড়ান ভিনিসিয়াস। এমবাপের বাড়ানো বলে গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ভিনি।
৯০ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এমবাপে। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
সারাবাংলা/এফএম