৪৩২ রানের লিডের চাপে পিষ্ট বাংলাদেশ
২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮
দ্বিতীয় দিনের খেলা শেষেই ভারতের লিডটা ৩০০ পেরিয়েছিল। চেন্নাইতে তৃতীয় দিনের প্রথম সেশনে সেই লিড ৪০০ ছাড়িয়েছে গিল-পান্টের দারুণ এক শতরানের জুটির সুবাদে। লাঞ্চের আগে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লিডের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। ৪৩২ রানের বিশাল লিড নিয়েই বিরতিতে গিয়েছে তারা। লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান।
তৃতীয় দিনের শুরুটা দেখে শুনেই করেছিলেন গিল-পান্ট। প্রথম ঘণ্টায় বাংলাদেশি বোলারদের হিসেবি বোলিংয়ে রানের গতি খুব একটা বাড়াতে পারেননি তারা। বাংলাদেশও অবশ্য উইকেট নেওয়ার তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি এই সময়ে। সেশনের দ্বিতীয় ভাগে পাল্টে যায় পরিস্থিতি। এই সময়ে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেছে গিল-পান্ট।
দারুণ সব শট খেলে দুই ব্যাটারই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। সেশনের একদম শেষ ভাগে পান্টকে ফেরাতে পারতেন সাকিব। শান্ত সহজ এক ক্যাচ ছাড়লে হতাশা আরও বাড়ে বাংলাদেশের। গিল-পান্ট জুটি ছাড়িয়েছে ১০০, লাঞ্চের আগ পর্যন্ত তা পৌঁছে গেছে ১৩৮ রানে।
প্রথম ইনিংসে ব্যর্থ গিল আজক দুর্দান্ত ব্যাটিং করেছেন। চোখ ধাঁধানো সব শট খেলে অপরাজিত আছেন ৮৬ রানে। গিল মেরেছেন ৭টি চার ও ৩টি ছক্কা। স্বভাবসুলভ আগ্রাসী মুডে ছিলেন পান্টও। ৯ চার ও ৩ ছক্কায় ৮২ রানে অপরাজিত আছেন তিনিও।
সারাবাংলা/এফএম