Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক পরিকল্পনামন্ত্রী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে শুক্রবার আদালতে হাজির করা হয়। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর ভাইয়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সাবেক এই মন্ত্রীকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম জানান, বিচারক ফারহান সাদিক শুনানি শেষে এম এ মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

সাবেক এই পরিকল্পনামন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে তার শারীরিক অবস্থা ভালো না। আদালত সব কিছু বিবেচনা করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

বাদীপক্ষে আইনজীবী মাশুক আলম বলেন, আজ সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সারাবাংলা/টিআর

এম এ মান্নান সাবেক পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ-৩