৬ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রেখেছে বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৮
প্রথম সেশনে তিন উইকেট নিয়ে একাই ভারতের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। লাঞ্চের পরেও ভারতীয় ব্যাটারদের উপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের বোলাররা। হাসান-নাহিদ-মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে এই সেশনে আরও তিন উইকেট হারিয়েছে ভারত। অশ্বিন-জাদেজার প্রতিরোধের সুবাদে চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৬ উইকেটে ১৭৬ রান।
দ্বিতীয় সেশনের শুরুতেই পান্টকে হারায় ভারত। হাসানের বলে কাট করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন পান্ট। ফেরার আগে তিনি করেছেন ৩৯ রান। পান্ট ফেরার পর লোকেশ রাহুলকে নিয়ে জুটি গড়ে তোলেন জসওয়াল। এই জুটি বেশ ভালোই সামলেছে বাংলাদেশের বোলারদের। এই সময়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন জসওয়াল।
৪৮ রানের এই জুটি ভাঙে জসওয়াল ফিরলে। নাহিদ হাসানের দারুণ এক ডেলিভারিতে স্লিপে সাদমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে জসওয়াক করেছেন ৫৬ রান। জসওয়াল ফেরার কিছুক্ষণের মাঝেই প্যাভিলিয়নে ফেরেন রাহুলও। ১৬ রান করা রাহুলের উইকেট নিয়েছেন মেহেদি মিরাজ।
১৪৪ রানে ৬ উইকেট হারনো ভারতের হাল ধরেছেন অশ্বিন-জাদেজা জুটি। শেষ আধ ঘণ্টায় দারুণ ব্যাটিং করে দলের স্কোর ২০০ এর দিকে নিয়ে যাচ্ছেন তারা। জাদেজা অপরাজিত আছেন ৭ রানে, অশ্বিন করেছেন ২১ রান।
ম্যাচের শুরু থেকেই দারুণ বোলিংয়ে ভারতের দুই ওপেনারকে স্বস্তিতে রাখেননি বাংলাদেশের দুই পেসার। বিশেষ করে হাসানের বল যেন খেলতেই পারছিলেন না রোহিত-জসওয়াল। একবার রিভিউ নিয়ে অল্পের জন্য বেঁচে যান রোহিত। তবে ষষ্ঠ ওভারের শুরুতেই রোহিতকে ফেরান সেই হাসানই। ৬ রান করা রোহিত স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
শুভমান গিলকেও ফিরিয়েছেন হাসান। রানের খাতা না খুলেই লেগ সাইডের অনেক বাইরের বল মারতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। কোহলি ক্রিজে এসে কয়েকটি শট খেললেও হাসানের দারুণ এক ডেলিভেরিতে ফিরতে হয় তাকেও। ৬ রান করা কোহলি লিটনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। ৬ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান।
৩৪ রানে ৩ উইকেট হারিয়ে তখন কাঁপছে ভারত। সেই অবস্থায় দলের হাল ধরেন জসওয়াল-পান্ট জুটি। প্রথম সেশনের শেষ এক ঘণ্টায় আর বিপদ হতে দেননি তারা। বাংলাদেশের বোলারদের দারুণভাবে সামলে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন দুই বাঁহাতি ব্যাটার।
সারাবাংলা/এফএম