বালুর ট্রাকে মিলল ৫০ লাখ টাকার চিনি
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৩
ঢাকা: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর সুরমা বাইপাস এলাকায় বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ লাখ টাকার ভারতীয় চিনির একটি চালান জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপি টহল দল এই চিনি জব্দ করে।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে বালুভর্তি একটি ট্রাকে বালুর নিচে লুকানো ভারতীয় চিনির একটি বড় চালান সিলেটের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল ওই স্থানে অবস্থান নেয়।
শরিফুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি টহল দল ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। বিজিবির সিগন্যাল উপেক্ষা করে ট্রাকটি চলে যাওয়ার সময় টহল দল ধাওয়া করলে সুরমা-বাইপাস সড়কে ট্রাকটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ভারতীয় চিনি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, চোরাই পথে নিয়ে আসা প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চিনি ছিল ওই ট্রাকে। চিনিগুলো শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
সারাবাংলা/ইউজে/টিআর