Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনির আখড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৩

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় গোয়েন্দা সংস্থার স্টাফ বাসের ধাক্কায় এস এম নুর ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৮সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শনির আখড়া ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় ঘটনাটি ঘটে।

পরে আহত অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলামকে হাসপাতালে নিয়ে আসা পথচারী দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সন্ধ্যার দিকে ওই ব্যক্তি একটি বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গোয়েন্দা সংস্থার স্টাফ বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বাস ও এর চালককে আটক করেছে স্থানীয়রা।’

মৃত ব্যক্তির ভাগিনা পারভেজ হোসেন হোসেন জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার উমরদিকান্দি গ্রামে। বর্তমানে শনিরআখড়া ছাপড়া মসজিদ এলাকায় থাকতেন তিনি। নুর ইসলাম কারওয়ান বাজার মৎস্য উন্নয়ন করপোরেশনের অ্যাসিসট্যন্ট একাউন্টস কন্ট্রোলার ছিলেন। প্রতিদিন অফিসের স্টাফ বাসে করে যাতায়াত করতেন। আজও বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নিহত বাসের ধাক্কা শনির আখড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর