Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আক্রান্ত ছাড়াল ২১ হাজার, মৃত্যু আরও ৬ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৬

ঢাকা: মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৮৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হলেন ২১ হাজার ৭৯ জন। এর মধ্যে ১৮ হাজার ৫০০ জন সুস্থ হয়ে হাসপাতাল বাড়ি গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এটিই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১১৯ জন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬৫ জনের মাঝে পুরুষ ৬৪ দশমিক ২ শতাংশ ও নারী ৩৫ দশমিক ৮ শতাংশ। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১১৩ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, খুলনা বিভাগে ৯৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৪৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৯ জন। এর মধ্যে ৬৪ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১১৯ জন। এর মাঝে ৫৪ দশমিক ৬ শতাংশ নারী ও ৪৫ দশমিক ৪ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬০৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

আক্রান্ত টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর