ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৪
পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ না ফিরে সরাসরি ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে কবে যোগ দেবেন তিনি, সেটাই ছিল বড় প্রশ্ন। অবশেষে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দুদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।
দেশের বাইরে থেকে সাকিব সরাসরি পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তান সিরিজের পরও ফেরেননি বাংলাদেশে। সারের হয়ে কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচ খেলেছিলেন। সেখানে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচে ৯ উইকেট তুলে নেন তিনি। এর মধ্যে আছে দ্বিতীয় ইনিংসের ৫ উইকেটও। কাউন্টির এই ম্যাচ শেষে সাকিব গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে টেস্ট সিরিজ খেলতে সাকিব উড়ে এসেছেন ভারতে।
গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে চেন্নাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দলের সঙ্গে অনুশীলনের সুযোগও পাবেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট।
সারাবাংলা/এফএম