এখনো কর্মস্থলে অনুপস্থিত পুলিশের ১৮৭ সদস্য
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫
ঢাকা: গত ১ আগস্ট থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) ইনামুনল হক সাগর এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।’
১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরিতে ইস্তফা দিয়ে ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/ইউজে/এমও