Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেফতার


৬ জুন ২০১৮ ১০:৪৫ | আপডেট: ৬ জুন ২০১৮ ১১:২১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (৫ জুন) রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মোল্যা নজরুল ইসলাম জানান, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সোমবার দায়ের করা মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪-৫ জন অজ্ঞাত আসামি রয়েছে বলেও জানায় পুলিশ। এর আগে, শনিবার দুপুরে আসিফের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ করে স্ট্যাটাস দেন শফিক তুহিন। গানের কপিরাইট সংক্রান্ত কিছু কাগজপত্রের ছবিও শেয়ার করেন তিনি।

পোস্টের ক্যাপশনে আসিফকে উদ্দেশ্য করে তুহিন লিখেন, ‘এভাবে অনুমতিহীন ও স্বাক্ষরবিহীন অধিকারহরণ করে শুধু গীতিকার, সুরকারদের অর্থ আত্মসাতই করেনি; জীবিত থাকতেই আমার মতো সব সৃষ্টিশীল মানুষদের মেধাস্বত্বকে করেছে ভীষণভাবে অপমান। এই যদি হয় স্বঘোষিত অডিও যুবরাজের অনৈতিক কর্মকান্ড তাহলে সত্যিকার অর্থে এদেশে সংগীতের ভবিষ্যত কোথায়!!? আর এরকম বঞ্চনার জন্যই একসময় শিল্পীদের নাম ওঠে দু:স্থ শিল্পীর তালিকায়!’

সারাবাংলা/ইউজে/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর