‘ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামিদের ধরা অগ্রাধিকার’
১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫
চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার আসামিদের গ্রেফতার করাই এখন পুলিশের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার (টপ মোস্ট প্রায়োরিটি) বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দামপাড়ার সিএমপি কার্যালয়ে নগর পুলিশের চালু করা ‘ওপেন হাউজ ডে’র প্রথম দিনে বিভিন্নজনের অভিযোগ ও সমস্যা শোনার একপর্যায়ে কমিশনার এ কথা বলেন। এ দিন তিনি প্রায় তিন ঘণ্টা নগরীর বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের নানা অভিযোগ শোনেন।
প্রথম দিন সেবাপ্রার্থীরা অনেকেই নিজেদের ব্যক্তিগত সমস্যা, যানজট, চাঁদাবাজি, দখলদারিত্ব, অবৈধ ভাসমান দোকান, কিশোর গ্যাংসহ নগরজুড়ে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় মোট ৮৪ জন সেবাপ্রার্থী তাদের সমস্যা তুলে ধরেন। ৩২ জনের সমস্যা সমাধানে সিএমপি কমিশনার তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সিএমপি কমিশনারের কার্যালয়ে যাওয়া অনেকেই গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর পুলিশ প্রশাসন সক্রিয় না থাকায় চট্টগ্রাম নগরীতে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড বেড়ে গেছে বলে অভিযোগ করেন। যত দ্রুতসম্ভব পুলিশ বাহিনীকে সক্রিয় হয়ে আগের মতো কাজ করার আহ্বানও জানান তারা।
নগরীর সদরঘাট থানার বাসিন্দা আহমদ নবী বলেন, ‘প্রশাসন সক্রিয় না হওয়ায় সদরঘাট থানার মাঝিরঘাট বাজার ও বরিশাল ঘাট এলাকায় জুয়া ও মাদকের আসর বেড়ে গেছে। কেউ কিছু বললেই মারধর করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ জানলেও নিরব ভূমিকা পালন করছে।’
হালিশর এলাকার বাসিন্দা এস এম সাইফুদ্দিন বলেন, ‘৫ আগস্টের পর আমাদের এলাকায় চুরি-ডাকাতি বেড়ে গেছে। পুলিশের টহল আগে যেটা ছিল সেটা এখন আর নেই। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ মাসোহারা নেয়। পুলিশকে কনভিন্স করে মাদক বিক্রি করে তারা। মাদকের ব্যবসা হচ্ছে সরাসরি।’
জবাবে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাহতাব উদ্দিন বলেন, ‘গোপনে কারা কারা মাদকের ব্যবসা করে, আমাদের বলেন। আমরা ব্যবস্থা নেব। আপনারা আমাদের তথ্য না দিলে তো আমরা ব্যবস্থা নিতে পারব না।’
এদিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুসা অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাব্বি ও ওয়াসিম হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে।’
এ সময় সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘হত্যা মামলার আসামিদের ধরাটাই হচ্ছে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। আপনারা যদি তাদের কোথাও দেখেন বা নির্দিষ্টভাবে অবস্থান জানেন, আমাদের জানাবেন। আমরা তাদের অবশ্যই ধরে আনব।’
পাহাড়তলীর গ্রিনভিউ আবাসিক এলাকার বাসিন্দা শিমুল বড়ুয়া বলেন, ‘থানা আগের অবস্থায় নেই। আমার এলাকায় প্রশাসনের কোনো লোক দেখি না। রাতে বহিরাগত কিছু মানুষ আসা-যাওয়া করে। চুরি হয়। পুলিশের টহল টিম থাকলে আমার এলাকায় এসব কর্মকাণ্ড কমে যাবে।’
জবাবে সিএমপি কমিশমার বলেন, ‘আবাসিকে পাহারা দেওয়ার জন্য আমাদের আলাদা কোনো ফোর্স নেই। এর সিকিউরিটি আপনাদেরই নিশ্চিত করতে হবে। আমাদের একটু সময় লাগবে। পুলিশের ৭০টির বেশি গাড়ি পুড়ে গেছে।’
নগরবাসীর অভিযোগ শোনা শেষে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘ওপেন হাউজ ডে কমিউনিটি পুলিশের একটি অংশ। ওসি মানে এক অর্থে অপারেশনাল অফিসার। কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা যতটাসম্ভব নগরবাসীকে স্বস্তি দিতে চাই। সাধারণ মানুষকে গুণগত মানসম্পন্ন পুলিশি সেবা দিতে চাই। কমিউনিটি পুলিশকে আমরা একটি প্রাতিষ্ঠানিক রুপ দিতে চাই।’
আসন্ন শারদীয় দুর্গা পূজায় পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য উদাহরণ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সেখানে ঈদে মিলাদুন্নবি পালন করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ কড়া নিরাপত্তায় ছিল। আসন্ন দুর্গা পূজাতেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা জোরদার থাকবে।’
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবদুল মান্নান মিয়া, (ট্রাফিক) মাসুদ আহম্মেদ ও উপকমিশনার (সদর) এস এম মোস্তাইন আহমেদ উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মঙ্গলবার তিনি নিজ কার্যালয়ে সরাসরি নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনে সমাধানের চেষ্টা করবেন। প্রতি রোববার বিকেল ৩টায় সিএমপির অপরাধ বিভাগের চারজন উপকমিশনার নিজ নিজ কার্যালয়ে সাধারণ মানুষের বক্তব্য শুনে ব্যবস্থা নেবেন।
এ ছাড়া প্রতিটি থানায় প্রতি সপ্তাহে একদিন ‘ওপেন হাউজ ডে’ হবে, যেন সাধারণ লোকজন তাদের অভিযোগ ও সমস্যা তুলে ধরবেন। থানা থেকে সময় নির্ধারণ করে সেই এলাকার লোকজনকে জানিয়ে দেওয়া হবে।
সারাবাংলা/আইসি/টিআর