Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জের সাবেক পৌর মেয়র গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৩

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-২-এর একটি দল ঢাকার মালিবাগ এলাকা থেকে সাবেক এই পৌর মেয়রকে গ্রেফতার করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান বলেন, সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেফতারের কথা র‌্যাব আমাদের জানিয়েছে। তাকে হবিগঞ্জ পুলিশের কাছে দ্রুতই হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় জোড়া হত্যার অভিযোগে আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সারাবাংলা/টিআর

আতাউর রহমান সেলিম র‍্যাব সাবেক পৌর মেয়র হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর