Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণকে কুপিয়ে হত্যা, রক্ষা হয়নি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েও

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। প্রাণ বাঁচাতে ওই তরুণ অন্য একজনের বাড়িতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। দুর্বৃত্তদের হাতে প্রাণ দিতে হয়েছে তাকে।

নিহতের নাম শাহাদাত হোসেন (২০)। বাবা মো. শাহ আলম। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাম্পানগর এলাকায়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কাটাসুর এলাকার গ্রিনভিউ হাউজিংয়ে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ওই তরুণের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে শাহাদাতকে ধাওয়া দেয়। প্রাণ বাঁচাতে শাহাদাত একটি বাসার ভেতরে ঢুকে পড়েন। তবে সন্ত্রাসীরা তার পিছু ছাড়েনি। ওই বাসার ভেতরে ঢুকেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কোপানোর সময় শাহাদাত বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও কেউ এগিয়ে যাননি।

ওসি ইফতেখার বলেন, হামলার পর শাহাদাতকে আহত অবস্থায় স্থানীয়রা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাদাতের মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে। ওসি বলেন, কী কারণে এ রকম একটি হত্যাকাণ্ড ঘটে গেল, তা নিয়ে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/টিআর

কুপিয়ে হত্যা মোহাম্মদপুরে হত্যা হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর