আক্রান্ত ছাড়াল ২০ হাজার, মৃত্যু আরও ৫ জনের
১৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫২
ঢাকা: সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৮৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৯৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১১৩ জন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুম থেকে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭২ জনের মাঝে পুরুষ ৬৪ দশমিক ২ শতাংশ ও নারী ৩৫ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৮৮ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, খুলনা বিভাগে ৭২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে ৮০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২০ হাজার ২১৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১১৩ জন। এর মধ্যে ৫৪ দশমিক ৯ শতাংশ নারী ও ৪৫ দশমিক ১ শতাংশ পুরুষ।
সারাবাংলা/এসবি/পিটিএম