ডেঙ্গু: চট্টগ্রামে অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃস্বত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট সাতজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজনই নারী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, মৃত উম্মে হানি আকতার (২২) পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা। ৩৫ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা এ নারী ডেঙ্গু আক্রান্ত অবস্থায় গত ১১ সেপ্টেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’ তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১২ জন। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।
সারাবাংলা/আরডি/ইআ