Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাবি-রাবি স্বর্গে, চবি কেন মর্গে’

চবি করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘ভিসি নিয়ে নয়-ছয়, আর নয় আর নয়,’ ‘ঢাবি রাবি ভিসি পেল, চবি কেন পিছিয়ে গেল’, ‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’, ‘ঢাবি-রাবি স্বর্গে, চবি কেন মর্গে’, ‘শিক্ষার্থীদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘আমরা ক্লাসে যাওয়ার জন্য মুখিয়ে আছি। কিন্তু, এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা কি আন্দোলনই করে যাব শুধু? আমাদের সঙ্গে এই প্রজ্ঞাপনের খেলা বন্ধ করুন। দ্রুত ভিসি, প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করুন।’

আরেক শিক্ষার্থী শ্রাবণ বলেন, ‘ঢাবি, রাবিতে ভিসি নিয়োগ দেওয়া হলেও আমরা এখনো ভিসি পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ দ্রুত ভিসি নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম চালু করুন। আমরা শিক্ষার্থী, আমাদের জায়গা হচ্ছে পড়ার টেবিলে। আমাদের পড়ার টেবিলে ফিরিয়ে নিন।’

সারাবাংলা/এমআর/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ নিউজ নিয়োগ ভিসি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর