Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাজার ভাঙচুরের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩

মানিকগঞ্জ: দেশের বিভিন্ন স্থানে অলি-আউলিয়ার মাজার ভাঙচুরের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘এই বাংলার বুকে অলি-আউলিয়াদের মাধ্যমেই ইসলাম প্রচার শুরু হয়েছে। ৩৬০ জন আউলিয়ার কারণে এদেশ সোনার বাংলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের কারণে নয়। কয়েকদিনে দেশের প্রায় শতাধিক মাজার ভাঙচুর করা হয়েছে। যারা মাজার ভাঙচুর করছে তারা কোনো ইসলামপন্থি নয়, কারণ ইসলাম হলো শান্তির প্রতীক। রাতের আঁধারে মাজারগুলো ভাঙা হচ্ছে। আর একটা মাজার যদি ভাঙচুর হয় তাহলে আমরা কিন্তু বসে থাকব না বলে হুঁশিয়ারি দেন।’

বিজ্ঞাপন

বক্তারা এসময় ধর্ম উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশে আর যেন কেনো মাজার ভাঙচুর না হয় এবং যেসব মাজার ভাঙচুর হয়েছে তা দ্রুত সংস্কার করার দাবি জানান।’

সমাবেশে বক্তব্য রাখেন, দরবার এ লোকমানিয়ার খাদেম সৈয়দ আখতার হোসেন, জসিমিয়া দরবার শরিফের পীর সাহেব জসিম মোল্লা, ঝিটকা শরীফের কওসার ওরফে জিন্দা শাহ দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী ও দেওয়ান রশিদিয়া দরবারের দাউদ আহাম্মেদ চিশতী, আফাজিয়া দরবার শরীফের পীর সাহেব মেহেদী হাসান টুটুল, রশিদিয়া দরবার শরীফের খাদেম গোলাম মোস্তফা, এশকে মাওলা দরবার শরীফের পীর সাহেব হিমেল আল চিশতী, ফকির মাওলা দরবার শরীফের আরিফ সরকার, বাঠুইমুড়ি শাহী মঞ্জিলের জুয়েল মাহমুদ খানসহ অনেকে।

সারাবাংলা/এমও

বিক্ষোভ মিছিল মাজার ভাঙচুর