Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টন লোকে লোকারণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১

ঢাকা: বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা। সকাল থেকে। স্লোগান নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন তারা। মুহূর্মুহূ স্লোগানে কম্পিত হয়ে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হওয়ার কথা।

এর আগেই, লোকে লোকারণ্য হয়ে গেছে সমাবেশস্থল। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে এ সমাবেশ ডেকেছে বিএনপি। প্রতিকূল আবহাওয়ার কারণে ১৫ সেপ্টেম্বরের সমাবেশ ১৭ সেপ্টেম্বর করছে দলটি।

সরেজমিনে দেখা গেছে, কমলাপুর, পুরানা পল্টন, কাকরাইল, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন নয়াপল্টনে। এছাড়া গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, সাভারসহ আশপাশের জেলা থেকেও সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মী।

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ নয়াপল্টন বিএনপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর