Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে ভূমিধসে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১

মেক্সিকোতে ভূমিধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে দেশটির মধ্যাঞ্চলে বেশ কিছু বাড়ি-ঘর মাটি চাপা পড়ায় বেশ কিছু পরিবার আটকা পড়েছে।

স্থানীর কর্মকর্তারা সোমবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছেন, ভূমিধস আঘাত হানার পর ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাতীয় নাগরিক সুরক্ষা সংস্থা জনিয়েছে, শনিবার রাজধানীর কাছে সান লুইস আইয়ুক্যান গ্রামে এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে।

উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে ভূমিধসে বিধ্বস্ত বাড়ি ঘরের মাটির স্তূপের নিচ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে একই দিন একটি শিশুর মৃত্যু নিশ্চিত করা হলেও ঘোষিত ৯ জনের মধ্যে শিশুটিও ছিল কিনা তা পরিস্কার নয়।

ওই গ্রামের প্রায়ই ১৫০ জন মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয় এবং এখন তারা আশ্রয় কেন্দ্রে বসবাস করছে।

মে থেকে নভেম্বর পর্যন্ত বিশেষ করে বৃষ্টি ও হ্যারিকেনের মৌসুম হওয়ায় মেক্সিকোতে ভূমিধসের ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সারাবাংলা/ইআ

ভূমিধস মেক্সিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর